Header Ads

Header ADS

আপনার নাম পাঠান মঙ্গল গ্রহে৷

মঙ্গল গ্রহে আপনার নাম পাঠানঃ
নাসা আয়োজিত এক প্রোগ্রাম যার নাম হলো "Send Your Name To Mars" (মঙ্গলে আপনার নাম পাঠান)। নাসার ভবিষ্যত রেড প্ল্যানেট (মঙ্গল) মিশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রন জানানো হয়েছে উক্ত প্রোগ্রামটিতে। যেখানে নিজের নাম পাঠানোর জন্য আবেদন করতে পারবে সকল দেশের মানুষেরা।

● শুধুমাত্র ফিলিপাইন থেকে এখন পর্যন্ত ২০.৬লক্ষ নাম জমা পড়েছে। যা এখন বিশ্বের সবচেয়ে বেশি। এছাড়াও অন্যান্য সকল দেশ মিলে ছাড়িয়েছে ৩৩লক্ষ নাম। ১লক্ষ ৭০হাজারের অধিক নাম জমা পড়েছে যুক্তরাষ্ট্র থেকে যেটি দিত্বীয় অবস্থানে আছে এরপরের অবস্থান ভারতের। ভারত থেকে জমা পড়েছে ১লক্ষ ৬০হাজার নাম। বাংলাদেশের অবস্থান দশম। বাংলাদেশ থেকে মোট ৩১হাজারের মত নাম জমা পড়েছে।

● সম্প্রতি নাসা জানিয়েছে তারা এক ধরণের হেলিকপ্টার মঙ্গল গ্রহে নামাতে যাচ্ছে। যার আয়োতন সাধারণ একটি কারের সমান হবে। যেখানে অংশগ্রহণ করা প্রথম ১০,৯৩২,২৯৫টি নাম পাঠানো হবে মঙ্গলে।

● বর্তমান মিশনটি সাড়ে ছয় মাস পরে, ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার অবতরণ করবে।
যারা সেই মিশনে নিজের নাম দিতে চান তারা এখানে সাইন আপ করুন

● সবচেয়ে বেশি নাম পাঠানো দশটি দেশঃ
ফিলিপিন ২,০৬৪,৩০২
যুক্তরাষ্ট্র ১৭০,৮৩৭
ভারত ১৫৯,২৭২
ব্রাজিল ১১৩,১১৮
মেক্সিকো ৬২,৬২৪
যুক্তরাজ্য ৫৫,৬৪১
থাইল্যান্ড ৪৯,৩৩০
ইটালি ৪২,৬২৭
ইন্দোনেশিয়া ৩৩,৯৪৮
বাংলাদেশ ৩০,৭৪৫

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.