Header Ads

Header ADS

মালিককে দেখলে এতটা আনন্দিত হয় কেনো কুকুরেরা?

কুকুরদের মধ্যে থাকা বিশেষ লক্ষণীয় দিকগুলোর একটি হল তারা তাদের মালিক কিংবা ভাল পরিচিত কাউকে দেখলেই আবেগে কাছে এসে জড়িয়ে ধরতে চায়। এ স্বভাবটা অনেক আবেগপ্রবণ হয় এবং দেখতেও আকর্ষণীয় লাগে। কিন্তু একটা কুকুরের মধ্যে তখন এমন কি হয় যে সে এতটা আনন্দিত হয়?
জীববিজ্ঞানীদের পরীক্ষামতে, উক্ত সময় কুকুরদের মস্তিষ্কে অক্সিটোসিন (Oxytocin) নামক এক ধরণের রাসায়নিক পদার্থ ছড়িয়ে পরে যার কারণে তার মস্তিষ্ক শান্ত হয়ে যায় সেই সাথে ভালবাসা এবং উদ্বেগ তৈরি হয়।
একইভাবে মানুষের বেলায়ও একি ঘটনা ঘটে। কেউ যখন তার ভালবাসার মানুষকে দেখেন তখন তার মস্তিষ্ক থেকেও একই ধরণের রাসায়নিক ছড়াতে থাকে। কিন্তু মানব মস্তিষ্কে কুকুরের মস্তিষ্কের তুলনায় অক্সিটক্সিকের ছড়িয়ে পড়ার মাত্রা খুবই কম হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.