Header Ads

Header ADS

২১১৫ সালে মুক্তি পাবে যে সিনেমাটি।

১৮ নভেম্বর ২১১৫ এ মুক্তি পাবে "100 Years: You Will Never See" নামক চলচিত্র। 

Louis XIII প্রযোজিত চলিচত্র "100 Years" এর ঘোষণা দেওয়ার সময় পুরো বিশ্বকে অবাক করে দিয়েছিলো। কারণ এই প্রজন্মের কেউই দেখতে পারবে না এই সিনেমা। তার ট্যাগলাইনেও ব্যবহার করা হয়েছে "You Will Never See" অর্থাৎ আপনি কখনোই দেখতে পারবেন না৷

লন্ডনের এক অত্যাধুনিক নিরাপদ টাইম ক্যাপসুলে সুরক্ষিত আছে সিনেমাটি। ১০০ বছর পর অর্থাৎ ২১১৫ সালের ১৮ই নভেম্বর মুক্তির দিন আপনা-আপনি খুলে যাবে টাইম ক্যাপসুল। বিশ্বজুরে ১০০০ অতিথি যাদের বংশধর ১৮নভেম্বর ২১১৫ এর প্রিমিয়ারে অংশ নেওয়ার জন্য একচোটিয়া আমন্ত্রনও পেয়েছিলেন। ২রা ফেব্রুয়ারী অতিথীদের ওয়াকার কোর্টসে ৩টি টিজার দেখানো হয়েছিলো এবং উৎযাপন হয়েছিলো "100Years" এর।

জন মালকোভিচ রচিত এই চলচিত্রটি পরিচালনা করেছেন রবার্ট রোদ্রিগেজ। অতিত, বর্তমান এবং ভবিষ্যতের গতিশীল সম্পর্কের অনবেষণকারী এমন একটি প্র‍্যাক্টিভ টুকরো নির্মান করতে চেয়েছেন বলে জানান গ্লোবাল এক্সিকিউটিভ ডিরেক্টর লুয়োভিক ডু প্লেসিস।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.