Header Ads

Header ADS

প্রতি বর্গকিলোমিটারে ২০লক্ষ মানুষ বসবাস করে হংকং এর কাউলুন ওয়াল্ড সিটিতে।

"কাউলুন ওয়াল্ড সিটি" বিশ্বের সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ এক শহর৷
হংকং দ্বীপের সামান্য উত্তরেই অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় জনস্রতটি।

১৯৫০ সাল থেকে ১৯৯৪ সাল অবধি ৩৩,০০০ লোক কাওলুন ওয়াল্ড শহরে বসবাস করতো। সেখানে ৩০০টি আন্তঃসংযুক্ত ভবন, যেগুলো পরবর্তিতে একটি বিশাল কমপ্লেক্স যা একটি শহর ব্লকে পরিণত হয়েছিলো।

বর্তমানে, এ শহরের প্রতি বর্গকিলোমিটারে প্রায় ২০লক্ষ মানুষ বসবাস করে। যা বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব থেকেও প্রায় ২০০০গুণ বেশি৷ বিপুল জনসংখ্যার ঘনত্বের কারণে এ শহরকে বিশ্বের সবচেয়ে বড় ঘনবসতিপূর্ণ শহরে পরিণত করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.