Header Ads

Header ADS

মজবুত যন্ত্রপাতি কাটা হচ্ছে পানি দিয়ে।


আদিমযুগ থেকে এ যুগ পর্যন্ত সবাই জানে, যদি কোনো জিনিস কাটতে হয় তাহলে ধারালো ছুড়ি কিংবা কাঁচির দরকার হয়। বেশি ঘনত্বের জন্য আরো ধারালো কিছু দরকার হয়। কিন্তু বিজ্ঞান সবসময় আমাদের কঠিন ভাবনাকে ভুল করে দিয়ে চমক দেখিয়েছে। নতুন করেও অনেক চমক দেখাচ্ছে বিজ্ঞান। তেমনি এক চমক হল পানি দিয়ে জটিল যন্ত্রপাতি কাটা। পানি হল ছুড়ি, কাঁচি থেকেও বেশি ধারালো তা বিজ্ঞান প্রমাণ করলো। পানিকে সেভাবে যদি ব্যবহার করা যায় তাহলে পানি দিয়ে যেকোনো মজবুত যন্ত্রপাতি কাগজের মত করে সহজে কেটে ফেলা যাবে।

মজার বিষয় হচ্ছে, এমন প্রযুক্তি নতুন কিছু নয়। বেশ কিছু বছর ধরেই উন্নত দেশগুলোতে এমন প্রযুক্তির ব্যবহার হচ্ছে। যেখানে এ প্রযুক্তি Water Jet Cutter নামে পরিচিত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.